শনিবার, ৩১ মার্চ, ২০১৮

একলা মেয়ে

উদাস দুপুর পাতার নূপুর
একলা মেয়ে হাতটি বাড়ায়;
এলোচুলে আকাশ খুলে
চাইলেই তোমায় ছুঁতে কি পায়?

তুমি স্পর্শছাড়া পাগলপারা
দূর ভুবনে পানসি ভিড়াও;
একলা মেয়ে পথ চেয়ে
দোহাই    তোমার হাতটি বাড়াও।

তোমাকে মনে পড়ে


তোমাকে মনে পড়ে,
যখন দেখি সবুজ বনানী মাঝে-
উড়ে বেড়ায় হলুদ প্রজাপতি;
কিংবা যখন হেঁটে যাই সবুজ দূর্বাঘাসে
কোমল পা দুটি ফেলে ফেলে,
মনে হয় এ সবুজ বনানীর ফাঁকে
লুকিয়ে আছো তুমি ;
কিংবা তুমিই সবুজ বনানী।

তোমাকে মনে পড়ে,
যখন রাতের আকাশ মাঝে-
জ্বলে উঠে অজস্র তারা;
কিংবা যখন দেখি আকাশে রূপালি চাঁদ
পৃথিবীতে ছড়িয়ে দেয় তার মোহনীয় হাসি,
মনে হয় এই চাঁদের আলোয়
লুকিয়ে আছো তুমি;
কিংবা তুমিই আলোকিত এই রজনী।

সুন্দর একটি গান

ভিডিও টা ভাল লাগলে কমেন্ট কর।